নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি বন্দর নগরী চট্টগ্রামের প্রাণ কেন্দ্রে মনোরম পরিবেশে ১৯৩০ খ্রিষ্টাব্দে "প্রবর্তক বিদ্যাপীঠ" প্রতিষ্ঠিত হয়। কিছু সংখ্যক নিবেদিত প্রাণ, ত্যাগী ব্যক্তিবর্গের ঐকান্তিক প্রচেষ্টার বাস্তবরূপ এ প্রতিষ্ঠান। সূচনায় ক্ষুদ্র কলেবরে এ প্রতিষ্ঠানের যাত্রা শুরু হলেও বর্তমানে এর কলেবর অনেক বৃদ্ধি পেয়েছে। শিক্ষায়, সাহিত্য-সংস্কৃতির ক্ষেত্রে এবং খেলাধূলায় প্রতিষ্ঠানটির সুনাম রয়েছে। দেশের উচ্চ শিক্ষার ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষিতে ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে প্রতিষ্ঠানটিকে (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা) উচ্চ মাধ্যমিক পর্যায়ে উন্নীত করা হয়েছে। শ্রেণিকক্ষে মানসম্মত পাঠদান করার জন্য সরকারী বিশেষজ্ঞ শিক্ষক দ্বারা নির্বাচিত কলেজ নিবন্ধনকৃত মেধাবী প্রভাষকবৃন্দ রয়েছে যাঁরা অত্যন্ত নিষ্ঠার সাথে পাঠদান করে থাকেন। শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, নির্ধারিত সময়ে মূল্যায়ন পরীক্ষা এবং প্রতিষ্ঠানের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার বিষয়ে মনোযোগ দেওয়া হয়। চট্টগ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গের দ্বারা প্রতিষ্ঠানটি পরিচালিত। প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে সম্মানিত অভিভাবকবৃন্দের ঐকান্তিক সহযোগিতা ও আন্তরিকতা আমাদের কাম্য।
মনোজ কুমার দেব
অধ্যক্ষ
প্রবর্তক স্কুল এন্ড কলেজ
