শিক্ষাই জাতির মেরুদন্ড" (Education is the backbone of nation) - এ প্রবাদ বাক্য পৃথিবীর সকল জাতির জন্য সর্বতোভাবে সত্য। আজকের শিশু আগামী দিনের নাগরিক। সেই সব শিশু শিক্ষার্থীদের উন্নতমানের শিক্ষা উপহার দিয়ে সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। এ প্রজন্মকে অর্থাৎ আমাদের শিক্ষার্থীদের কাঙ্খিত সে গন্তব্যে পৌঁছাতে দরকার বিজ্ঞানভিত্তিক কর্মমুখী ও অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী শিক্ষা ব্যবস্থা। বর্তমান সরকার আন্তরিকভাবেই শিক্ষানীতির আলোকে এ পথেই এগুচ্ছেন। বীর প্রসবিনী চট্টলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান প্রবর্তক স্কুল এন্ড কলেজ। ১৯৩০ সালে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠান অনেক মেধাবীমুখের জন্ম দিয়েছে যাঁরা দেশে বিদেশে খ্যাতিমান ছিলেন এবং এখনো স্বমহিমায় কর্মক্ষেত্রে নিয়োজিত আছেন। আমি আপনাদের আনন্দের সাথে জানাতে চাই যে, ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষ হতে সুযোগ্য পরিচালনা পর্ষদের সার্বিক সহযোগিতা ও অক্লান্ত প্রচেষ্টায় অত্র শিক্ষা প্রতিষ্ঠানটি শিক্ষাবোর্ড ও শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে কলেজ শাখা চালু পূর্বক একাদশ শ্রেণিতে (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায়) পাঠদান শুরু করেছে। আরো আনন্দের বিষয় যে ২০১৪ খ্রি: ২৬ নভেম্বর তারিখে বর্তমান সরকারের সাবেক মাননীয় শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ এম.পি মহোদয় কলেজ পরিদর্শনে এসে স্কুল এন্ড কলেজের নতুন ভবন উদ্বোধন করেন। সেই ধারাবাহিকতায় বর্তমানে নবনির্মিত স্কুল এন্ড কলেজ ভবন ছয়তলা বিশিষ্ট ভবনে রূপান্তরিত হয়। উল্লেখ্য, বর্তমান গভর্নিং বডির ঐকান্তিক প্রচেষ্টায় ২০২৩ খ্রিষ্টাব্দ হতে প্রতিষ্ঠানে এস.এস.সি ভোকেশনাল কোর্স চালু হয়েছে। বর্তমান গভর্নিং বডির এটি একটি যুগোপযোগী প্রশংসনীয় উদ্যোগ। সুযোগ্য গভর্নিং বডি এবং সর্বোপরি প্রবর্তক সংঘ পরিচালনা কর্তৃপক্ষ এই প্রবর্তক স্কুল এন্ড কলেজকে আন্তরিকভাবে সেবা দিয়ে যাচ্ছেন। অত্র প্রতিষ্ঠানে উন্নতমানের বিজ্ঞানাগার, মাল্টিমিডিয়া ক্লাসরুম ও রি-ভর জোন আছে। ২০২১ খ্রিষ্টাব্দে সরকারি অনুদানে শেখ রাসেল ডিজিটাল ল্যাবে প্রতিষ্ঠিত হয়। বিগত কয়েক বছরের বোর্ড পরীক্ষার ফলাফল অত্যন্ত সন্তোষজনক। শিক্ষার্থীদের জন্য বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা ও ওয়েবসাইট চালু আছে। অত্র স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা মানসম্মত। আন্তঃবিদ্যালয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রতিবছর শিক্ষার্থীরা পুরস্কৃত হয়। এখানে গার্ল গাইড, বয়স্কাউট, রোভার ও রেঞ্জার কার্যক্রম চালু আছে। প্রতি বছর শিক্ষক শিক্ষার্থীরা যৌথভাবে শিক্ষা সফরে অংশগ্রহণ করে। এছাড়া চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তিসহ সেমিনার ও পাঠচক্র ব্যবস্থায় শিক্ষার্থীরা নিয়মিত অংশগ্রহণ করে। এখন সর্বতোভাবে আমাদের দরকার সম্মানিত অভিভাবক, শিক্ষক, প্রভাষক, শিক্ষার্থী ও বিজ্ঞ গভর্নিং বডির সদস্যবৃন্দের সম্মিলিত প্রচেষ্টায় অত্র প্রবর্তক স্কুল এন্ড কলেজকে অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার নিরলস কার্যক্রম অব্যাহত রাখা।



মিঃ মনোজ কুমার দেব অধ্যক্ষ